আজ রাতে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

 

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সারাদেশে তিন ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে তিন ঘণ্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বিএসসিপিএলসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সাময়িক অসুবিধার জন্য রাষ্টীয় প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।

বিএসসিপিএলসি জানিয়েছে, সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত (মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট) কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিমিইউ ৪-এর চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই সময়ে সিমিইউ ৪-এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

বিএসসিপিএলসি সিমিউই ৪ এবং সিমিউই ৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের (কম্পানি) সদস্য। যেটি বাংলাদেশে সাবমেরিন কেবলসের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Website View

website view counter